Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                                                                                             বাংলাদেশ নির্বাচন কমিশন

                                                                                                                     উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়

                                                                                                                             বালিয়াকান্দি, রাজবাড়ী

                                                                                                                                  www.ecs.gov.bd

 

                                                                                                               সেবা প্রদান প্রতিশ্রম্নতি (Citizen’s Charter)

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদান পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী ও অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবী অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

নতুন ভোটার হওয়ার ত্রেঃ

০৭ কার্যদিবস

১। মা/বাবা/স্বামী/স্ত্রীর আইডি কার্ড কপি

২। নাগরিক সনদপত্র

৩। পৌরকর/ চৌকিদারী রশিদ

৪। বিদ্যুৎ বিলের কপি

৫। পাসপোর্ট

৬। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে আর যদি পাশ না হয় তবে স্কুলের সনদ

আবেদন ফরম অফিস কর্তৃক সরবরাহ করা হয়। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

ব্যক্তিগত উদ্দোগে সংগ্রহ করতে হবে।

কোনো ফি লাগবে না

দাখিলকৃত কাগজপত্রাদি যাচাই বাছাই পূর্বক ছবি তোলার মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত করা হবে।

উপজেলা নির্বাচন অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী। ফোন নম্বরঃ ০৬৪২২৫৬০৩৬

জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী

ফোন নম্বরঃ ০৬৪১-৬৫৪৫৬

জাতীয় পরিচয়পত্র সংশোধনঃ

 

*নাম সংশোধনের ক্ষেত্রে (বাংলা ও ইংরেজী)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১। আবেদনকারীর নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে

 

* ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট

* পত্রিকার বিজ্ঞাপন

২। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যমত্ম হলে রেজিষ্ট্রেশন কার্ড দাখিল করতে হবে। যদি পাশ না হয় তবে স্কুলের সনদ (সর্বশেষ)।

৩। জন্ম নিবন্ধন

৪। ট্রেড লাইসেন্স (যদি থাকে)

৫। ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

৬। জমির দলিল (যদি থাকে)

৭। কাবিননামা (বিবাহিত হলে)

৮। চাকুরী জীবি হলে:

* সার্ভিস বুকের সত্যায়িত কপি

* মাসিক বেতনের বিবরণী

* নিয়োগ পত্র

 

* অফিস প্রধানের প্রত্যয়ন পত্র

আবেদন ফরম অফিস কর্তৃক সরবরাহ করা হয়। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

ব্যক্তিগত উদ্দোগে সংগ্রহ করতে হবে।

 

সংশোধনের ক্ষেত্রেনির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফিঃ ১ম বার আবেদনের ক্ষেত্রে ২০০/- টাকা, ২য় বার আবেদনের ক্ষেত্রে৩০০/- এবং পরবর্তী আবেদনের ক্ষেত্রে ৪০০/- ক্ষেত্রেট্রেজারী চালানের কোড: ১-০৬০১-০০০১-১৮৪৭ এর মাধ্যমে জমা দিতে হবে। ফি এর উপর ১৫% ভ্যাট এর ক্ষেত্রে ট্রেজারী চালানের কোড: ১-১১৩৩-০০০৫-০৩১১ এর মাধ্যমে জমা দিতে হবে।

অথবা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড

ওয়ান ব্যাংক লিমিটেড

ট্র্যাষ্ট ব্যাংক লিমিটেড

মিউচুয়্যাল ট্র্যাষ্ট ব্যাংক লিমিটেড

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।

দাখিলকৃত সকল কাগজপত্রাদি যাচাইঅমেত্ম অনুমোদন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষ র বরাবর প্রেরণ করা হয়।

 

 

উপজেলা নির্বাচন অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী। ফোন নম্বরঃ ০৬৪২২৫৬০৩৬

 

 

জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী

ফোন নম্বরঃ ০৬৪১-৬৫৪৫৬

*পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে

 

১। আবেদনকারীর পিতা-মাতার নামের সম্পূর্ণ 

    পরিবর্তনের ক্ষেত্রে

* ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট

* পত্রিকার বিজ্ঞাপন

২। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যমত্ম হলে রেজিষ্ট্রেশন কার্ড দাখিল করতে হবে। যদি পাশ না হয় তবে স্কুলের সনদ (সর্বশেষ)।

৩। জন্ম নিবন্ধন

৪। জমির দলিল (যদি থাকে)

৫। মা, বাবা, ভাই, বোনের আই ডি কার্ড

৬। চাকুরী জীবি হলে:

* সার্ভিস বুকের সত্যায়িত কপি

* নিয়োগ পত্র

* অফিস প্রধানের প্রত্যয়ন পত্র

৭। পিতা-মাতার নামের পূর্বে মৃত শব্দটি সংযোজন করতে চাইলে: পিতা/মাতার মৃত্যু সনদের কপি ও ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র এর প্রত্যয়ন।

*জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে

 

১। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যমত্ম হলে রেজিষ্ট্রেশন কার্ড দাখিল করতে হবে। যদি পাশ না হয় তবে স্কুলের সনদ (সর্বশেষ)।

২। জন্ম নিবন্ধন

৩। ওয়ারিশ সনদ

৪। কাবিননামা (বিবাহিত হলে)

৫। বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ের আইডি কার্ড

৬। পাসপোর্ট (যদি থাকে)

৭। ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

৮। চাকুরী জীবি হলে:

* সার্ভিস বুকের সত্যায়িত কপি

* নিয়োগ পত্র

* অফিস প্রধানের প্রত্যয়ন পত্র

আবেদন ফরম অফিস কর্তৃক সরবরাহ করা হয়। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

ব্যক্তিগত উদ্দোগে সংগ্রহ করতে হবে।

সংশোধনের ক্ষেত্রেনির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফিঃ ১ম বার আবেদনের ক্ষেত্রে২০০/- টাকা, ২য় বার আবেদনের ক্ষেত্রে ৩০০/- এবং পরবর্তী আবেদনের ক্ষেত্রে৪০০/- ক্ষেত্রেট্রেজারী চালানের কোড: ১-০৬০১-০০০১-১৮৪৭ এর মাধ্যমে জমা দিতে হবে। ফি এর উপর ১৫% ভ্যাট এর ক্ষেত্রে ট্রেজারী চালানের কোড: ১-১১৩৩-০০০৫-০৩১১ এর মাধ্যমে জমা দিতে হবে।

অথবা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড

ওয়ান ব্যাংক লিমিটেড

ট্র্যাষ্ট ব্যাংক লিমিটেড

মিউচুয়্যাল ট্র্যাষ্ট ব্যাংক লিমিটেড

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।

দাখিলকৃত সকল কাগজপত্রাদি যাচাইঅমেত্ম অনুমোদন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়।

 

উপজেলা নির্বাচন অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী। ফোন নম্বরঃ ০৬৪২২৫৬০৩৬

 

জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী

ফোন নম্বরঃ ০৬৪১-৬৫৪৫৬

*স্বামী/ স্ত্রীর নাম সংশোধনেরক্ষেত্রে

১। কাবিননামা

২। তালাকনামা

৩। স্বামী/স্ত্রীর আইডি কার্ড

৪। স্বামী/ স্ত্রীর নামের পূর্বে মৃত শব্দটি সংযোজন করতে চাইলে স্বামী/ স্ত্রীর মৃত্যু সনদের  কপি ও ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র এর প্রত্যয়ন।

*ঠিকানা সংশোধন এর ক্ষেত্রে

১। বাড়ির দলিল

২। চৌকিদারী ট্যাক্স এর রশিদ/পৌর কর এর রশিদ

৩। বিদ্যুৎ/গ্যাস/ পানির বিল

৪। ইউনিয়ন পরিষদ/ পৌর মেয়রের প্রত্যায়ন পত্র

*শিক্ষাগত যোগ্যতা সংশোধনের ক্ষেত্রে

১। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ

*রক্তের গ্রম্নপ সংশোধনের ক্ষেত্রে

১। ডাক্তার কর্তৃক গ্রম্নপের সনদ

*অন্যান্য যে কোন সংশোধনের ক্ষেত্রে

১। উপযুক্ত সনদ/দলিল

হারানো আইডি কার্ড প্রাপ্তিঃ

 

হারানো আইডি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে

 

১। আইডি নম্বর দিয়ে থানায় জিডি করে মূল কপি সহ নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।

 

২। আইডি নম্বর জানা না থাকলে উপজেলা নির্বাচন অফিস হতে ভোটার নম্বর সংগ্রহ করতে হবে। 

আবেদন ফরম অফিস কর্তৃক সরবরাহ করা হয়। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

ব্যক্তিগত উদ্দোগে সংগ্রহ করতে হবে।

 

উপজেলা নির্বাচন অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী। ফোন নম্বরঃ ০৬৪২২৫৬০৩৬

জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী

ফোন নম্বরঃ ০৬৪১-৬৫৪৫৬

ভোটার স্থানামত্মরের ক্ষেত্রে

 

১। চেয়্যারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদ

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৩। বিদ্যুৎ বিল/ পানির বিল/ গ্যাস বিল

৪। পৌরকর/ চৌকিদারী রশিদ নির্ধারিত ১৩ নং আবেদন ফরমে আবেদন করতে হবে।

আবেদন ফরম অফিস কর্তৃক সরবরাহ করা হয়। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

ব্যক্তিগত উদ্দোগে সংগ্রহ করতে হবে।

কোনো ফি লাগবে না

 

উপজেলা নির্বাচন অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী। ফোন নম্বরঃ ০৬৪২২৫৬০৩৬

জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী

ফোন নম্বরঃ ০৬৪১-৬৫৪৫৬

অসম্পূর্ণ বা ত্রম্নটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

আবেদনপত্র দাখিলঃ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, বালিয়াকান্দি, রাজবাড়ী।

 

বিঃদ্রঃ সকল কাগজপত্র ফটোকপি করে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে এবং মূল কপি সঙ্গে

আনতে হবে। প্রয়োজনে অন্য কোন কাগজপত্র চাওয়া হতে পারে। সকল কার্যক্রম সম্পন্ন হলে আইডি কার্ড যথা সময়ে বিতরণ করা হবে।